বর্তমান খবর,মেহেরপুর প্রতিনিধিঃ ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে দু’দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম । প্রধান অতিথী উদ্বোধনী শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পরিষদের ২৩ টি স্টল ঠাঁই পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়। শিক্ষার্থীরা তাদের নানা ধরনের উদ্ভাবনী যন্ত্রাংশ মেলায় প্রদর্শন করেন।