যশোর- ৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের বিজয়ী

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

বর্তমান খবর,কেশবপুর(যশোর) প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে যশোর- ৬ কেশবপুর আসনের সরকার দলীয় প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপিকে ৯ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিস্কৃত) আজিজুল ইসলাম। এ আসনটিতে ৪ জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম (ঈগল), এইচ এম আমির হোসেন (কাঁচি) ও জাতীয় পার্টি প্রার্থী জি এম হাসান (লাঙ্গল)।

রোববার বিকেলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তুহিন হোসেন উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮১ টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। রাত আটটায় গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন তিনি।

ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ঈগল প্রতীকে ৪৮ হাজার ৯৪৭ ভোট, শাহীন চাকলাদার নৌকা প্রতীকে ৩৯ হাজার ২৬৯ ভোট, এইচ এম আমির হোসেন কাঁচি প্রতীকে ১৭ হাজার ২০৯ ভোট, জি এম হাসান লাঙ্গল প্রতীকে ৬৪০ ভোট। মোট ৯ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে ঈগল প্রতীকের বিজয় অর্জন করেছে। উপজেলার ২ লাখ ১৭ হাজার ৯২৪ ভোটারের মধ্যে ১ লাখ ৬ হাজার ৬৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য আজিজুল ইসলাম যশোর জেলা পরিষদে সদস্য পদে বিজয়ী হন। সেখান থেকে পদত্যাগ করে এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হওয়ার গৌরব অজর্রন করেন। রোববার সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন দেখা না গেলেও ১২ টার পর ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশ জোরাল ছিলো।

সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন বলেন, যশোর- ৬ কেশবপুর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপিকে ৯ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম।