পলাশবাড়ী উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন কাল,সকল প্রস্তুতি সম্পন্ন
বর্তমান খবর,গাইবান্ধা প্রতিনিধি ।। পলাশবাড়ী উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন আগামীকাল ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এ নির্বাচনে ১১টি পদের মধ্যে ইতিমধ্যে ৭টি পদের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৪টি পদের নির্বাচনের জন্য মোট ১০ জন প্রার্থী ভোটের মাঠে প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন তাদের পক্ষে সমর্থন, দোয়া,ভালোবাসা ও ভোট প্রার্থনার জন্য।
সভাপতি একটি পদের বিপরীতে মোট ৩ জন প্রার্থী মাঠ গরম করছেন তারা হলেন,আনারস মার্কার প্রার্থী মমিরুল ইসলাম এমদাদুল,চেয়ার মার্কার প্রার্থী শাহ জাহান মন্ডল ও ছাতা মার্কার প্রার্থী নুরে আলম সিদ্দিকি জিল্লু।
সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন ৩ জন প্রার্থী তারা হলেন,দোয়াত কলম মার্কার প্রার্থী মিজানুর রহমান মিজু,হাতী মার্কা নিয়ে গোলাম মওলা ও ফুটবল মার্কা নিয়ে আমিনুল ইসলাম নান্নু।
সহ সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন ২ জন প্রার্থী তারা হলেন,বাঘ মার্কার প্রার্থী বিশিষ্ট বীজ ব্যবসায়ী কৃষিবিদ লুৎফর রহমান লিপন ও গরু মার্কা নিয়ে
রবিউল ইসলাম।
ক্রীড়া সম্পাদক ১টি পদের বিপরীতে লড়ছেন ২জন তারা হলেন,মোটরসাইকেল মার্কার প্রার্থী নুরুন নবী আহম্মেদ সুজন ও খেজুর গাছ মার্কা নিয়ে খন্দকার খায়রুল বাশার।
এদিকে,সহ সভাপতি পদে মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক পদে মোজাহিদ মুন্সি,ধর্মীয় সম্পাদক পদে হাফেজ মো. আশরাফুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে আশরাফুল ইসলাম,অর্থ সম্পাদক পদে খোরশেদ আলম,প্রচার সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মোস্তা,কার্যকরী সদস্য পদে মিলন মিয়া তাদের পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এ ৭টি পদে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উৎসবমুখর,সুষ্ঠু,অবাধ,শান্তিপূর্ণ,নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে প্রধান নির্বাচন কমিশনার মাহমুদ হাসান গণমাধ্যম কর্মীদের জানান।
বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১ হাজার ২’শ ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।hments
• Scanned by Gmail