ভুটানের রাজার কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

বর্তমান খবর,ঢাকা, ২৮ মার্চ, ২০২৪ : ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক আজ কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শন করেছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ অন্যরা এ সময় রাজার সফরসঙ্গী ছিলেন।

ভুটানের দক্ষিণাঞ্চলীয় শহর জিলেফু থেকে ১৯০ কিলোমিটার দূরে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবের জন্য ভুটান ইতোমধ্যে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। রাজার বাংলাদেশ সফরের সময় এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

২০২৩ সালের মে মাসে লন্ডনে ভুটানের রাজা ও রানীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব করেন। পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শুরু করে।

দক্ষিণ এশিয়ার এই দুই দেশ আশা প্রকাশ করেছে, এই অর্থনৈতিক অঞ্চল দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ‘নতুন দিগন্ত’ সূচনা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে বৃহত্তর সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে। স্বাধীনতা দিবস উদযাপনসহ একাধিক কর্মসূচিতে যোগ দিতে ভুটানের রাজা সোমবার চারদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।