বীরগঞ্জে প্রশাসনের উপস্থিতিতে বেআইনী ভাবে তৈরী প্রচীর ভেঙ্গেছে ফেলেছে

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪

বর্তমান খবর,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসনের উপস্থিতিতে বেআইনী ভাবে তৈরী প্রচীর ভেঙ্গেছে ফেলেছে কথিত মালিক রমেনুর। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়ার (বাহাদুর বাজার) মহল্লায় দীর্ঘ প্রায় ৬৫ বছরের পুরনো রাস্তা বন্ধ করে ওয়াল নির্মাণ করায় ৩২টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে গত ১ মাস যাবৎ স্কুল পড়ুয়া সন্তানদের নিয়ে পরিবারগুলো চরম ভোগান্তি সহ মানবেতর জীবন যাপন করছেন।

সংবাদটি বিভিন্ন শিরোনামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হলে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী’র নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান সহ পলাশবাড়ী ভূমি কর্মকর্তা ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

পলাশবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাপাপাড়া গ্রামের গড়েয়া(বাহাদুরহাট সংলগ্ন) পাকা রাস্তার উত্তরে ৬০ ফুট দৈর্ঘ্য চলাচলের রাস্তাটি বন্ধ করে অবৈধভাবে ওয়াল নির্মাণ করার চেষ্টা চালায় শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের চাউল ও কীটনাশক ব্যবসায়ী সফিকুল ইসলামের ছেলে রমেনুর রহমান। এতে ৩২টি পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সকলের উপস্থিততে তৈরীকৃত প্রচীর ভেঙ্গে ফেলেন কথিত মালিক রমেনুর।

পাশাপাশি ঐ পাড়ায় ৭টি পরিবারকে ইতিপূর্বে সরকারী ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রশাসনের তাৎক্ষনিক সঠিক তৎপরতায় ৬৫ বছর থেকে বসতবাড়ি করে ৩২টি পরিবারের চলাচলের রাস্তা পুনঃরুদ্ধার হওয়ায় তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেছেন।