গাজায় জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে পৃথক বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মানুষের ঢল

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চায়ের রাজধানী পর্যটন শহর শ্রীমঙ্গলে পৃথক বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মানুষের ঢল ও ফিলিস্তিন ফিলিস্তিন শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে এবং গাজায় জনগণের ওপর ইসরাইয়েলি বাহিনীর চলমান হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে শ্রীমঙ্গল শহরের ধর্মঘট ও সকল দোকান-পাট, ব্যবসা-বাণিজ্য ও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার ০৭ এপ্রিল ২০২৫ ইং, বেলা ২টার সময় শ্রীমঙ্গলের সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে শহরের চৌমুহনা থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাদ আসর নামাজের পর-পর শ্রীমঙ্গল কাছারী জামে মসজিদের সামন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখা ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়।

শ্রীমঙ্গল কাছারী জামে মসজিদের সামন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র আমীর মাওলানা ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার সহকারী সেক্রেটারী,শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী উপজেলা শাখা’র সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম কামরুল,ছাত্র শিবিরের উপজেলা শাখা’র সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সাদিক,জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মনসুর ও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম বুলবুল,মোঃ সালিক আহমদ-সহ প্রমুখ।

এ আগে শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামি ছাত্র ঐক্যের ডাকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের লক্ষ্যে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের সকল দোকান-পাট, ব্যবসা-বাণিজ্য ও স্কুল-কলেজ বন্ধ রেখে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানান সর্বস্তরের মানুষ।

প্রতিবাদ মিছিল শেষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এসে তালামীযে ইসলামিয়া উপজেলা সভাপতি নাজমুল ইসলাম’র সভাপতিত্বে ও ছাত্র মজলিস’র সভাপতি নাঈম হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সাদিক,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মোজাহিদুল ইসলাম, সিরাজনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ শেখ শিব্বির আহমদ,উপজেলা বিএনপি’র যগ্ন আহবায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, আল ইসলাহ নেতা খালেদ আহমদ,ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী-সহ প্রমূখ।

এসময় নানান প্ল্যাকার্ডে ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান উঠে- ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’, ‘ইসরাইল না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইসরাইল না গাজা, গাজা গাজা’, ‘ইসরায়েলিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দখলদারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা’ প্রভৃতি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে শ্রীমঙ্গল।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গণহত্যার দায়ে ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েল সরকার-সহ তার মদদদাতাদের স্পষ্ট বলতে চাই- অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর চাড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *