বর্তমান খবর,লালপুর(নাটোর)প্রতিনিধি:
অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নাটোরের লালপুরে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী।সোমবার(৭এপ্রিল ) বিকেল ৫ টার দিকে লালপুর কেন্দ্রীয় বাজার মসজিদ থেকে মিছিল নিয়ে বিএনপি,জামাত,ছাত্রদল,বৈষম্য বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করা হয়। প্রায় ১৮ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভে অংশ নেওয়া লোকজন।
সমাবেশে বক্তারা বলেন,এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণও চরম অমানবিক। এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ছাত্র শিবির,বৈষম্য বিরোধী ব্যানারে শহীদ ও আহত ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে এবং বিশ্বব্যাপী ঘোষিত ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।গণহত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করতে হবে। যদি এখন থেকেই এই হামলার তীব্র প্রতিবাদ না করা হয় তাহলে বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়বে।
সমাবেশে ইসরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। সেই সাথে তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করতে সরকারি হস্তক্ষেপ কামনা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি,ছাত্রদল,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,ইসলামী ছাত্রশিবির,বাংলাদেশ জামায়েত ইসলামসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply