বর্তমান খবর,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ফিলিস্তিনে শতাব্দীর বর্বরোচিত হামলা ও ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণণ। সোমবার (৭এপ্রিল) বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিলটি রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মৌড়ে গিয়ে সমবেত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন রাণীশংকৈল উপজেলার বিএনপির সভাপতি আতাউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যক্তি, আলেম,মাদ্রাসার ছাত্র শিক্ষক,সাধারণ শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষ।
এ সময় তারা প্ল্যাকার্ড,ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের গণহত্যার বিচার চাই,ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ করাসহ নানা স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম,নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার,সেক্রেটারী মাওলানা রজব আলী,পৌর বিএনপি সেক্রেটারী মহসিন আলী,ছাত্র প্রতিনিধি তারেক মাহামুদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,“ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হত্যা ও হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের নাগরিক ও তরুণ সমাজ হিসেবে এই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে বক্তারা ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান। তারা আরও বলেন,মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply