নাটোরের লালপুর সহ তিন উপজেলায় শিলাবৃষ্টি কৃষকদের জন্য অশনি সংকেত,” ক্ষতির মুখে আম-লিচু আর রবিশস্য ” – মো. হাবিবুর রহমান

বর্তমান খবর,লালপুর,নাটোর প্রতিনিধি:

নাটরের লালপুর সহ তিন উপজেলায় শিলাবৃষ্টি,ক্ষতির মুখে আম-লিচু আর রবিশস্য নাটোরের সদর,বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। এছাড়া মৌসুমি ফল আম-লিচুর মুকুল ঝড়ে গেছে,ক্ষতির মুখে পড়েছে রবিশস্যে।

নাটোর জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. হাবিবুর রহমান জানান, এসময়ে শিলাবৃষ্টি কৃষকদের জন্য অশনি সংকেত। কেননা এখন গাছে গাছে আম ও লিচুর মুকুল রয়েছে। মাঠে বিভিন্ন ধরনের রবিশস্য রয়েছে এবং বোরো ধানেও ফুল আসতে শুরু করেছে। এ অবস্থায় শিলাবৃষ্টি হলে ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর হঠাৎ করে শিলাসহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টির চেয়ে শিলার মাত্রা বেশি দেখা যায়। আবার কোথাও ঝোড়ো হাওয়া, শিলাসহ বৃষ্টি হয়েছে। এতে মৌসুমি ফল আম ও লিচুর অনেক কুঁড়ি/গুটি/মুকুল ঝরে গেছে।

এ ছাড়া উঠতি গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা। নাটোর জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. হাবিবুর রহমান জানান,এসময়ে শিলাবৃষ্টি কৃষকদের জন্য অশনি সংকেত। কেননা এখন গাছে গাছে আম ও লিচুর মুকুল রয়েছে। মাঠে বিভিন্ন ধরনের রবিশস্য রয়েছে এবং বোরো ধানেও ফুল আসতে শুরু করেছে।

এ অবস্থায় শিলাবৃষ্টি হলে ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে। এছাড়া মৌসুমি ফল আম-লিচুর মুকুল ঝড়ে গেছে, ক্ষতির মুখে পড়েছে রবিশস্যে। শিলাবৃষ্টিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরুপণ করা সম্ভব হয়নি। (০৮ এপ্রিল) স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ফসলের ক্ষতির তালিকা করবেন। এরপর ক্ষয়-ক্ষতির আসল তথ্য পাওয়া যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *