বর্তমান খবর,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি:
মাগুরা শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে গিয়ে হার্ট অ্যাটাকে আসিফ খান নামের (১৫) এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আসিফ খান উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামের মোঃ সমির খান এর ছেলে এবং চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীার ছাত্র।
সরজমিনে গিয়ে পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে বারোটার দিকে আসিফ ও তার সহপাঠী মুন্না মন্ডল খেলাধুলা শেষে গড়াই নদীতে গোসল করতে যায়। নদীর কূলে যাওয়ার পরই আসিফ খান অসুস্থ বোধ করে পরবর্তীতে মুন্না এবং আশেপাশের লোকজন তার মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে তার পরিবারকে খবর দিলে তারা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে আসিফ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবার সূত্রে আরও জানা যায় আসিফ প্রায়ই এরকম ভাবে অসুস্থ হয়ে পড়তেন এবং ডাক্তার দেখালে সুস্থ হয়ে যেতেন। রবিবার বাদ মাগরিব নামাজে জানাজার শেষে মহেশপুর সম্মিলিত গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply