রংপুরে ৭৩ এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি

বর্তমান খবর,রংপুর ব্যুরো:

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া এম এন উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন এসএসসি পরীক্ষার্থী ফরম পূরণ করেও প্রবেশপত্র পায়নি। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ফরম পূরণের সময় টাকা নিলেও বর্তমান প্রধান শিক্ষক আমিনুর রহমানকে তা হস্তান্তর না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত শনিবার দুপুর ১২টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছে। তামান্না নামে এক শিক্ষার্থী বলেন,আমরা যখন ফরম পূরণ করি তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন রেজাউল ইসলাম। তিনি আমাদের কাছ থেকে ফরম পূরণের জন্য ২৫০০ টাকা করে নিয়েছেন।

বৃহস্পতিবার পরীক্ষার রয়েছে। কিন্তু এখনো আমরা প্রবেশপত্র হাতে পাইনি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, রেজাউল ইসলাম প্রধান শিক্ষক থাকাকালে শিক্ষার্থীদের কাছে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের টাকা নিয়েছেন কিন্তু তা বোর্ডে জমা না করায় প্রবেশপত্র আনতে পারছি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত শিক্ষক রেজাউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়, গত ১১ মার্চ আমিনুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দেন তৎকালীন প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *