দারুল ক্বিরাআত প্রতিযোগিতায় গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে প্রথম পুরস্কার সেলাই মেশিন পেল ৮ বছরের শিশু হালিমা

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি:

মাহে রমজান উপলক্ষে মুসলিম শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআনের চর্চা ও শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষে “আল খলিল কুরআন শিক্ষা বোর্ড” কর্তৃক অনুমোদিত দারুল ক্বিরাআতের একটি শাখা শ্রীমঙ্গলের গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে বিশুদ্ধ কুরআন শিক্ষা আয়োজন করা হয়েছে। এতে দারুল ক্বিরাআত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার একটি এল জি বাটারফ্লাই সেলাই মেশিন সেলাই মেশিন পেয়েছে মোঃ জুবায়ের মিয়ার মেয়ে ৮ বছরের শিশু হালিমা আক্তার,ও দ্বিতীয় পুরস্কার ভিশন ইলেকট্রিক কেটলি পেয়েছে মৃত রিপন মিয়ার মেয়ে সাড়ে ৮ বছরের শিশু সোনিয়া আক্তার,এবং তৃতীয় পুরস্কার একটি চায়ের ফ্লাক্স পেয়েছে মোঃ দুলাল ভূইয়ার ছেলে সাড়ে ৯ বছরের শিশু মোঃ আবির ভূইয়া। এছাড়া অন্যান্য ছাত্র-ছাত্রী সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ইং, (২৬ রামাদ্বান) যোহরের নামাজের পর গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদের কমিটির উদ্যোগে দারুল ক্বিরাআতের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতায় শুরু হয়, পরে সাড়ে ৪টার সময় পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোঃ নাজমুল হোসাইন এর সভাপতিত্বে ও হাফিজ ক্বারী মোঃ আদনান আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা সাজ্জাদুর রহমান (ভানুগাছী হুজুর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মোঃ রুকন উদ্দিন, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মাওলানা মুফতি হাফিজ মোঃ আজিজুর রহমান শরিফ, হাফিজ মোঃ রিয়াজ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, উক্ত মসজিদের সভাপতি মোঃ খলিল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শহিদ মিয়া, অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মোঃ আরিফুর ইসলাম রহমত, মোঃ আব্দুর রহমান, মোঃ হানিফ মিয়া, হাফিজ ক্বারী মোঃ মাহবুবুর রহমান শাফে, ক্বারী মোঃ সাহান উদ্দিন (সুমন), মুবারক হোসেন, আব্দুর সত্তার, মোঃ আব্দুল নুর, মোঃ সেলিম মিয়া, মোঃ আবু তাহের, মোঃ জুয়েল মিয়া, মোঃ ইয়াসিন হোসেন-সহ মসজিদ কমিটির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ। অনুষ্ঠানের শেষে, দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা সাজ্জাদুর রহমান (ভানুগাছী হুজুর)।