সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বাসিন্দা নিরীহ রাজিবুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

বর্তমান খবর,সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটার বড় কাশিপুর এলাকার বাসিন্দা মৃত:শেখ সিরাজ উদ্দিন এর পুএ রোজাদার ব্যক্তি মো: রাজিবুল ইসলাম এর উপর কতিপয় সন্ত্রাসী ভূমিদস্যু কর্তৃক হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

পাটকেলঘাটা থানার এজাহার সুএে জানা যায়,একই এলাকার বাসিন্দা ১।মৃত: আরশেদ আলীর পুএ মোঃ আক্তার আলী খান(৩৯), ২। মোহাম্মদ আলী খান এর পুএ শহিদ খান,৩। আরশেদ আলী খান এর পুএ বক্কার আলী (৫৫), ৪। মোহাম্মদ আলী খান এর পুএ হাসান আলী খান (৫৭), ৫। আরশেদ আলী খান এর পুএ মোক্তার আলী খান,(৩৫) ৬। আক্তার আলী খান এর পুএ রিয়াদ আল আমিন (২৩),৭। শামসুল শেখ এর পুএ হায়দার আলী( ৫০), ৮। রমজান আলী শেখ এর পুএ হযরত আলী শেখ (৫৫),৯। খোকন শেখ এর পুএ ইমামুল(৩২),১০। হায়দার আলী খান এর স্ত্রী জান্নাতুল (৩৬), ১১। শামসুল শেখ এর কন্যা লতিফা (৪০), ১২। সিরাজ উদ্দিন এর পুএ শেখ শরিফুল ইসলাম কাজু (৩৮),১৩। মুজিবুর রহমান এর পুএ আরিজুল ইসলাম @ গজিব(৩১),১৪। মুজিবুর রহমান এর পুএ মোখলেছুর রহমান @ সজিব সহ এক দল কতিপয় সন্ত্রাসী কর্তৃক হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র রামদা,রড,শাবল,হাতুড়ি,ফারাসি কোদাল দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে, এমনকি রাজিবুল ইসলাম এর শিশু পুএ শেখ আরবীব ও স্ত্রী আনোয়ারা পারভীন কে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে।

এসময় ধারালো রাম দা দিয়ে শহিদ আলী খান রাজিবুলের মাথায় কোপ দিলে রাজিবুল গুরুতর আহত হয়।

পাটকেল ঘাটা থানায় তারিখ ২২/০৩/২৫ ইং ১৪৩/৪৪৭/৩০৭/৩২৬/৩২৫/৩২৩/৩৭৯/৫০৬। ধারার ৮ নং মামলার এজাহার সুএে জানা যায়,আসামী গনের সাথে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তারই সূত্র ধরে গত ২০ শে মার্চ আনু: সকাল সাড়ে ৯ টার দিকে রাজিবুল ইসলাম তার ধানের জমিতে পরিচর্যা করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা উক্ত সন্ত্রাসীরা এ হামলা চালায়।

এবিষয়ে পাটকেল ঘাটা থানা অফিসার ইনচার্জ এর সাথে আসামী দের আটক এর বিষয় কথা বললে তিনি বলেন,আসামী গন জামিনে থাকায় আমরা তাদের আটক করতে পারছি না। এদিকে মামলার বাদী আনোয়ারা বেগম উল্লেখ করেন কোর্টের আদেশ অমান্য করে সন্ত্রাসী কার্যকলাপ চালায়।

তিনি আরো উল্লেখ করেন আমার স্বামী কে হত্যার উদ্দেশ্যে আসামীরা দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। এসময় স্বামী কে রক্ষা করতে আসলে স্ত্রী আনোয়ারা পারভীন কে উক্ত সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন যার মুল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা।

এ ঘটনায় রাজিবুল ইসলাম এর কাছে থাকা একটি স্যামসং ফোন ও রাজিবুল ইসলাম এর লুঙ্গীর গুজে থাকা ১৯ হাজার টাকা কেড়ে নেয় সন্ত্রাসীরা। উক্ত সন্ত্রাসীরা এতেও ক্ষ্যান্ত হয়নি এখনো উক্ত রাজিবুল ও তার পরিবারকে পড়তে হচ্ছে প্রতি পদে পদে হুমকির মুখে।