শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

বর্তমান খবর,ডেস্ক রিপোর্ট:

ঢাকার উত্তরা-৬ নং সেক্টরে অবস্থিত ঐতিহ্যবাহী শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা-২০২৫ শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল প্রত্যাশায় দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ((বিএনপি) ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পুলিশের ডিসি জনাব মো: মহিদুল ইসলাম,(পিপিএম), লে: কর্নেল মুহাম্মদ হারুনুর রশীদ (অব:)।

শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা।

সহকারী শিক্ষক জনাব আশরাফুল হকের উপস্থাপনা ও পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যকর শুরু হয়। শুরুতে প্রতিষ্ঠানের সদ্য বিদায়ী শিক্ষার্থীরা তাদের মাধ্যমিক শিক্ষা জীবনের নানাবিধ স্মৃতি চারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী যে পরিবর্তন আসছে। তার মূল রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এদেশের নারী শিক্ষা,প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করণ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছেন৷ কিন্তু বিগত ১৫ বছরে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে ফেলা হয়েছে। পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক, শিক্ষার্থীকে পাশ করিয়ে দিতে হবে। এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করে শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। অসত্য ইতিহাস আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।

শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়,হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ। মানুষ হলো আশরাফুল মাকলুকাত। মানুষ হিসেবে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মের কারিগর। তাদেরকে গভীর মায়া,মমতা,স্নেহ ভালোবাসা দিয়ে স্বশিক্ষিত শিক্ষিত করে হিউম্যান রিসোর্সে পরিণত করতে হবে।”

এসময় তিনি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজের কার্যক্রম সমুন্নত রাখতে সব রকম সাহায্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের। সবার সম্মিলিত সহযোগিতায় একটা প্রতিষ্ঠান সগৌরবে দাঁড়িয়ে থাকে। আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবো। এক যুগ ধরে উত্তরায় শিক্ষার্থীদের মাঝে আলো জ্বালাতে প্রতিষ্ঠানটি পরিচালনা করছি।
অভিভাবকদের স্বপ্ন পূরণে আপনাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি প্রিন্সিপাল প্রফেসর আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,সাবেক শিক্ষামন্ত্রী সহ অসংখ্য গুণীজন তোমাদের সামনে উপস্থিত হয়েছেন। উনারা তোমাদেরকে লেখাপড়ায় অনুপ্রাণিত করার জন্য এসেছেন। পরীক্ষার মাত্র ২৫ দিন সময় আছে। এখন থেকে দিনে ৬ ঘণ্টা ঘুম বাদে বাকি সময়টুকু লেখাপড়ায় মনোযোগী থাকবে। তোমরা এই স্কুলের প্রথম এসএসসি ব্যাচ।

আমরা যেন এসকল গুণীজনকে গর্ব করে বলতে পারি,আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি। সাবেক শিক্ষামন্ত্রী আগামীতে আমাদের সহায়তা করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ভালো রেজাল্ট করে স্কুল সহ উনার সম্মান রক্ষা করবো। আমাদের দোয়া ও ভালোবাসা তোমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা তোমাদের সাফল্য কামনা করি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলী আকবর,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এডিসি মো: আরিফুল ইসলাম,প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব মাসুদ রানা প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি সদস্য সচিব মো: আব্দুল মালেক রাসেল, বিএনপি’র যুগ্ম-আহবায়ক আজহার মাহমুদ মিন্টু সহ অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ২০১৪ সালে থেকে প্রায় এক যুগ সাফল্য ও গৌরবে শিক্ষার আলো ছড়াচ্ছে উত্তরা-৬ সেক্টরে অবস্থিত শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বালাতে নিরলসভাবে কাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল প্রফেসর আব্দুল্লাহ আল মামুন সহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা।

এখানে শিক্ষা গ্রহণ শেষে অধিকাংশ শিক্ষার্থী মেডিকেল,ঢাবি,বুয়েট সহ দেশ-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।