ঢাকায় বসে মনোনয়ন চাইলে কোন লাভ হবে না – অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

বর্তমান খবর,কুমিল্লা প্রতিনিধি:

বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,বিএনপি জনগণের দল,বিএনপি গণ মানুষের দল।যারা জনগণকে সাথে নিয়ে দল এবং জনগণের জন্য কাজ করে দল তাদেরকে মূল্যায়ন করবে। সেলিম ভূঁইয়া বলেন,ঢাকায় বসে নমিনেশন চাইলে কোন লাভ হবে না,এলাকায় গিয়ে দলের জন্য,জনগণের জন্য কাজ করতে হবে।

ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরো বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে সকল কিছুর খবর রাখছেন। দলের জন্য যারা কাজ করে যাচ্ছেন তিনি তাদেরকেই মূল্যায়ন করবেন।

শুক্রবার(২১ মার্চ) উপজেলার রাধানগর হা‌ফি‌জিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক এ একে এম ভি‌পি মুসার সঞ্চলনায় এবং ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সম্ভাব্য বিএনপির এমপি প্রার্থী,কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারাণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিলে বিএন‌পির কু‌মিল্লা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক অধ‌্যক্ষ মো: সে‌লিম ভূঁইয়া আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা বিএন‌পির আহ্বায়ক এ‌্যাড‌ভো‌কেট আবদুল মান্নান, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব আলহাজ্ব সির‌াজুল ইসল‌াম সিরাজ,হোমনা উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি আলহাজ্ব মো: ম‌হিউদ্দিন,কু‌মিল্লা উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার,ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা‌ বিএন‌পির সদস‌্য বেলাল উদ্দিন সরকার তু‌হিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জনগণকে নিয়ে ইফতার করার চেষ্টা করছি। ১৭ বছর আমাদের নেতাকর্মীরা একত্রে বসে ইফতার করতে পারেনি,নেতার নির্দেশে আমরা এখন সর্বস্তরের জনগণকে একসাথে নিয়ে ইফতার করার চেষ্টা করছি।

এ সময় তিনি সাংগঠনিক কার্যক্রম বিবেচনায় আগামী সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের জন্য বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন,আমি এমপির জন্য লালায়িত নয়। আমি জনগণের জন্য কাজ করতে চাই,জনগণের সেবক করতে চাই। এসময় তিনি বিএনপি’র প্রতি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় ইফতার মাহফিলে লন্ডন থেকে উপস্থিত সকলের উদ্দেশ্যে ফোন কলে অডিও বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য কবির আহমদ ভূঁইয়া।