
বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম(৩৫)নামে এক নারী নিহত হয়েছে। নিহতের স্বামীর নাম কাওসার মোল্লা। এসময় আরো ৩ নারী সহ ১০জন আহত হয়।আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মঙ্গলবার সন্ধ্যায় শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে বোরো ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে।