কাশিয়ানীতে জাটকা বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমাণা

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে জাটকা ইলিশ মাছ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমাণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান,গোপন সংবাদে ভিত্তিতে কাশিয়ানী উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে অজিত বিশ^াস নামে এক মাছ ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমাণা করা হয়েছে। জব্দ করা জাটকা ইলিশ মাছ বিনামূল্যে বিভিন্ন এতিমখানায় দান করা হয়।

এ সময় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আনিচুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।