তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমিতির নির্বাচন অনুষ্ঠিত ”সভাপতি রব্বানী,সম্পাদক আবুল“
বর্তমান খবর,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি ।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহৎ টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে “তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড এর প্রথম ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (৫ফেব্রুয়ারি) তাহিরপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়,এ নির্বাচনে ৮৪ জনের মধ্যে ৮২জন সদস্য প্রত্যক্ষভাবে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। পরে বিকাল ৪টা সময়ে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাইকুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জিতেন্দ্র সূত্রধর।
উল্লেখ্যঃ ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারমধ্যে হলো- সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রব্বানী। তিনি পেয়েছেন ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াজুল হক পেয়েছেন ২২ ভোট, আবুল হোসেন পেয়েছেন ১৬ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহা আলম। তিনি পেয়েছেন ৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবলু মিয়া ২৯ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল আজাদ। তিনি পেয়েছেন ৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেজুল মিয়া পেয়েছেন ২৮ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইজাজুল হক। তিনি পেয়েছেন ৪৪ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জানে আলম পেয়েছেন ৩৭ভোট। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনাছ আহমদ লিটন।