বর্তমান খবর,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার(৭ এপ্রিল)রাত সাড়ে ১০ টায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আশরাফুল ইসলাম কালু (৩০) নামে এক মাদক কারবারিকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। কালু উপজেলার রাউতনগর মিশনপাড়া গাজিউর রহমান গাজুর গ্রামের ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিশন পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে নিষিদ্ধ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। স্থানীয়রা জানায় সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। মঙ্গলবার (৮ এপ্রিল)সকালে মুঠোফোনে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারির নামে থানায় মাদক আইনে মামলা রুজু করে আসামিকে আজ জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply