বর্তমান খবর,বেনাপোল প্রতিনিধি:
জমি-জমার বিরোধ কে কেন্দ্র করে বাদী’র মাছের ঘের হতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি করেছে বিবাদীগণ- “সংবাদ সন্মেলন” এ বললেন বাদীপক্ষ। সীমান্ত প্রেসক্লাব বেনাপোলে আয়োজিত ঐ সংবাদ সন্মেলনে ক্ষতিগ্রস্থ বাদী জয়নব বিবি(৬০) স্বামী- মৃত আবুল বিশ্বেষ, সাং-আমলায়, থানা-শার্শা, জেলা-যশোর’র জৈষ্ঠপুত্র মোঃ আলী হোসেন এক লিখিত বক্তব্যে বলেন, বাড়ীর পার্শ্ববর্তী বাসিন্দা সোলায়মান হোসেন মিলনের সাথে দীর্ঘদিন ধরে জমা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল, যা যশোর আদালত পর্যন্ত গড়ায়। সেখানে বিবাদীর বিরুদ্ধে মামলা হয়, মামলা নং-৩৫৩
এরই জের ধরে বিবাদী সোলায়মান হোসেন মিলন ক্ষিপ্ত হয়ে সে প্রায় প্রতিদিন বাদীপক্ষ(জয়নব) পরিবারের সাথে অনবরত ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। বিবাদী পক্ষ এলাকায় দুর্র্ধস প্রকৃতির হওয়ায় কেউ এর প্রতিবাদ করতে পারতো না। এ নিয়ে বাদীপক্ষ(জয়নব) এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের জানালে,তাকে সতর্ক করে দেন এলাকাবাসী। কিন্ত তাতে সে ক্ষান্ত হয়নি। সে তার সঙ্গীয় লোকদ্বারা গত ২৭ মার্চ/২০২৫ দিবাগত আনুমানিক রাত ২ টার দিকে বাদীপক্ষের নিজস্ব মাছের ঘেরে হামলা চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি করে পালিয়ে যায়।
মাছ চুরির ব্যাপারে ২৮ মাচ/২০২৫ ইং তারিখ বাদীপক্ষ থানায় যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন,তারা হলো-
১। কবিরুল (৬০), পিতা-গনী বিশ্বেষ, ২। আমিরুল (৪০), পিতা- জহুরুল, ৩। হাবিবুল্লাহ (৪৫), পিতা-শুকুর ৪। মোঃ শফিকুল ইসলাম (৫৫), পিতা-বাবু, সর্বসাং-সেতাই, থানা-শার্শা, জেলা-যশোর।
এ ক্ষেত্রেও বিবাদীপক্ষগণ এলাকায় পেশীশক্তিবলে বাদীপক্ষকে বিভিন্ন ভাবে ভয়-ভিতি প্রদর্শণ করে আসছে। যারফলে বাদীপক্ষ ভীতসন্ত্রস্থ হয়ে বাড়ীছাড়া হয়ে পড়েছে। বিচারপ্রার্থী হয়ে থানা কর্মকর্তার দ্বারস্থ হয়েছেন বাদীপক্ষ(জয়নব) পরিবারের সদস্যরা।
এ সংক্রান্ত বিষয়ে জানতে শার্শা থানায় যোগাযোগ করা হলে সেখানকার অফিসার ইনচার্জ(ওসি) মো.রবিউল ইসলাম জানান,অভিযোগনামা পেয়েছি,তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
Leave a Reply