ডিআরইউতে দুর্বৃত্তের হামলা : গ্রেফতারকৃত উজ্জ্বলের জামিন ও আব্দুর রহমান কারাগারে

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

বর্তমান খবর,ডেস্ক নিউজ:

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল মিয়ার জামিন মঞ্জুর করেছেন এবং অপর আসামি আব্দুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার দুই আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আসামি উজ্জ্বল মিয়া জামিন মঞ্জুর করেন। অপর আসামি আব্দুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

গত শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ডিআরইউ’র কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ডিআরইউ’র স্টাফ জাকির হোসেন বাবুল,জহিরুল ইসলাম ও রবিউল ইসলাম অহত হন।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।