ইসলামপুরে ডেভিল হান্ট অভিযানে আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশ আটক

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
oplus_2

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি : ডেভিল হান্ট অভিযানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।

রবিবার সকালে ইসলামপুর থানা প্রেস ব্রিফিং করে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা সদর ইউনিয়নের গংগাপাড়া এলাকা শাহনেওয়াজ চৌধুরীর ছেলে ছাত্র লীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের রংপুর শাখার সভাপতি ও ইসলামপুর উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য।

এছাড়াও সে উক্ত বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঘটনায় সাইবার মামলার ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ আরও জানান,ইসলামপুর থানা সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।