
বর্তমান খবর,নাটোর প্রতিনিধিঃ
নাটোরে নারী নির্যাতন মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় নাটোরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করেন তিনি। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে নাটোর আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় পুলিশ আসামি ফজলুল হককে কারাগারে নেওয়ার জন্য বের করলে গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করেন তিনি। সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপার্সনরা হাতে আঘাত পায়। এ ঘটনার পর দ্রুত পুলিশ আসামিকে আদালতের হাজতের ভেতরে নিয়ে যায়।
এ ধরনের ঘটনায় নাটোরে কর্মরত সংবাদকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়। এরপর সেনাবাহিনীর উপস্থিতিতে সাবেক পুলিশ সুপার ফজলুল হককে কারাগারে নিয়ে যাওয়া হয়।