কোরআান খতমের মধ্য দিয়ে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এবং খালিদ আল জিসান এর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অনুসন্ধানী সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের আয়োজনে শনিবার (২২ মার্চ) সংগঠনের কার্যালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইবাদুল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের স্বপ্নদ্রষ্টা,প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিলটন খান,সহ-সভাপতি আব্দুল কাইউম খান সহ শতাধিক রোজাদারের মধ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল কাজী,ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখা সাধারণ সম্পাদক নুর ইসলাম লেলিন,সাজাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টলিটি ঠাকুর,ভাটিয়াপাড়া বিপ্লবী যুব সংঘের সভাপতি উৎপল সরদার,জয়নগর হাই স্কুলের সহকারী শিক্ষক জানে আলম,প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সাহিন বিন জামান।

এছাড়াও উপজেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে ওমর আলী,লিটন সিকদার,নেওয়াজ আহাম্মেদ পরশ,জুয়েল হাসান, পারভেজ শেখ,মিটু সরদারসহ মাদ্রাসা মসজিদের ইমাম,হাফেজ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ রায়হান মুন্সী জসিম,সহ-সভাপতি ফারুক আহমেদ বাবু,সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান,কোষাধক্ষ ফাহিম হাসান ঊষা,প্রচার সম্পাদক রিয়াজ খাকী,তথ্য বিষয়ক সম্পাদক প্রমথ মজুমদার,সমাজসেবা সম্পাদক গাজী রবিউল আলম,সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,কার্যকরী সদস্য তারিক মাসুদ খসরু, নাজিমুদ্দিন খান,সাজ্জাদ আলী,সদস্য হাদিসুর রহমান,রাসেদ হাসান সহ প্রমুখ।

কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার বক্তব্যে মিলটন খান সাংবাদিকদের দায়িত্বশীলতা,পেশাগত নৈতিকতা ও সমাজ গঠনে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সকলকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আলোচনা শেষে মাজরা এম ইউ সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খান দেশ ও জাতির কল্যাণ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত শেষ করেন।

এর আগে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের তত্ত্বাবধানে, খালিদ আল মাহমুদ জিসান স্মৃতি ইসলামিক পাঠাগারের আয়োজনে খালিদ আল মাহমুদ জিসান এর রূহের মাগফেরাত কামনায় ৩০ জন মাদ্রাসার শিক্ষার্থীরা খতমে কোরআন তেলাওয়াত করেন, উল্লেখ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন খানের মেজ ভাই আজম আলী খানের একমাত্র সন্তান খালিদ আল জিসান(১৭) গত ২৪ নভেম্বর ২০২৪ সালে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করে।