রংপুরে চোখে কালো কাপড় ও মুখে আঙ্গুল দিয়ে ধর্ষণের প্রতিবাদ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

বর্তমান খবর,রংপুর ব্যুরো:

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিদের দ্রæত ফাঁসির দাবিতে চোখে কালো কাপড় এবং মুখে আঙ্গুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে পাঁচ মিনিট নীরব প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন রংপুরে সর্বস্তরের মানুষ। গত ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পাবলিক লাইব্রেরির মাঠে নীরব প্রতীকী প্রতিবাদে অংশগ্রহণ করে রংপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

নীরব প্রতীকী প্রতিবাদ শেষে বক্তব্য রাখেন মহিলা পরিষদের রুমানা জামান,দশম শ্রেণির শিক্ষার্থী দিল তাবিভা মুগ্ধ,শাহরিয়ার সিদ্দিকী,সাখাওয়াত হোসেন সোহাগ,মাসুদা জামান উম্মা।

তারা বলেন,চোখে কালো কাপড় বেঁধে এবং মুখে আঙ্গুল দিয়ে আমরা বোবা হয়ে এ প্রতিবাদ জানালাম। নারীদের যেন আর ধর্ষণের শিকার হতে না হয়। এ জন্য একমাত্র শাস্তি প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়।