
বর্তমান খবর,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : ১৩ই ফেব্রুয়ারি’২০২৫ সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হিমাগার গুলোতে আলু সংরক্ষণের জন্য ন্যায্য ভাড়া নির্ধারনের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে আলু চাষী ও ব্যবসায়ী সমিতি।
হিমাগারে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া বাতীল করে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে জনচলাচল ব্যস্ত রাস্তায় আলু ঢেলে মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচিতে বেশ কয়েক শত কৃষক ও আলু ব্যবসায়ী অংশ নেন।
তারা অভিযোগ করেন,এ বছর উত্তরাঞ্চলে হিমাগার মালিকরা আলু সংরক্ষণের জন্য অস্বাভাবিক ভাড়া নির্ধারণ করেছেন। যা দেশের অন্যান্য অঞ্চলের হিমাগারের নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুন। তাই আলু চাষি ও ব্যবসায়ীরা ভাড়া পুনঃ নির্ধারণে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার দাবি জানিয়েও কোনো অগ্রগতি হয়নি।
আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার আদর্শ কৃষক ও বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু,ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন,সুজালপুর ইউনিয়ন জামাতের আমির আলহাজ্ব জসীম উদ্দীন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জেমিয়ন রায়,গণ অধিকার পরিষদের আব্দুর রহমান,আলু ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক হর সুন্দর বর্মন।
প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী সমাবেশ স্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীদের ৫ দিনের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।