বীরগঞ্জে হিমাগারে আলু সংরক্ষণে ন্যায্য ভাড়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ

বর্তমান খবর,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে ও ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে ২য় দফায় দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও আলু ঢেলে মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় বিজয় চত্বরে উপজেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক কৃষক ও আলু ব্যবসায়ী অংশ নেন। আন্দোলনে মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখা হলে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করতে ব্যর্থ হন।
আন্দোলনকারীদের প্রবল চাপে হিমাদ্রি লিঃ,শাহী হিমাগার ২টি ও রাহবার হিমাগার সিলগালা করার পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। যতদিন সুরাহা না হয় ততদিন হিমাগার বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিবাদ সভায় উপজেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাকির হোসেন ধলু,আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হর সুন্দর বর্মন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জামিউল ও আবু বক্কর সুমন সহ আরো অনেকে।