এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে জামালপুরে সংবর্ধনা
![এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে জামালপুরে সংবর্ধনা](https://bartomankhobor.com/wp-content/uploads/2025/02/IMG20250208201653.jpg)
বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে জামালপুরে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের জেএফসি রেস্টুরেন্টে কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা শাখার এবি পার্টির আহব্বায়ক জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন।
![](https://bartomankhobor.com/wp-content/uploads/2025/02/IMG20250208201740_BURST001_COVER.jpg)
oplus_0
বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন,এবি পার্টির ময়মনসিংহ জেলা শাখার আহব্বায়ক শাহজাহান মুল্লিক,এবি পার্টির জামালপুর জেলা শাখার যুগ্ম আহব্বায়ক এমএ খালেক,এডভোকেট গোলাম রৌশন কুদ্দুস,এডভোকেট আনোয়ার হোসেন ও ইন্জিনিয়ার লিফসন মিয়াসহ অনেকেই বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,আমরা বাংলাদেশকে কল্যাণ রাস্ট্রে পরিণত করতে চাই, নাগরিকদের অধিকার হচ্ছে আমাদের রাজনীতির মধ্যাকর্ষণ। সারাদেশ ৩৫ জেলা ১৫০ উপজেলা আমাদের এবি পার্টির কমিটির রয়েছে। বিদেশেও কয়েকটি দেশে আমাদের কমিটি রয়েছে।
এ সময় তিনি আরও বলেন,আমরা কোন দাসত্ব মেনে নিব না। আমরা স্বাধীন রাস্ট্র। কোন ক্রমেই লাল সবুজের পতাকা অন্যের হাতে তুলে দেব না।