আমাদের মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, এবার সত্যি সত্যি মামলা চলবে – বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল
![আমাদের মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, এবার সত্যি সত্যি মামলা চলবে – বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল](https://bartomankhobor.com/wp-content/uploads/2025/02/Jamalpur-pic-01.jpg)
বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, এবার সত্যি সত্যি মামলা বাংলাদেশে চলবে। আপনাকে প্রয়োজন হলে গলায় রশি বেধে বাংলাদেশে নিয়ে আসব। যদি না পারি তাহলে আমরা আমাদের নেত্রী ও নেতার সুযোগ্য সৈনিক না। দাদারা আপনাকে রক্ষা করবে? দাদাদের বুকের ভিতর থেকে তুলে নিয়ে আসবো।
তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনাকে ফেরত দেন,তাকে সামলান,তা না হলে দিল্লী পর্যন্ত খবর হয়ে যাবে। শনিবার বিকেলে মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারা বাংলাদেশে যার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদের মুখে এদেশের জনগণ ভোটের কথা শুনতে চায়না। এর মধ্যে আমরা যাতে তাড়াতাড়ি নির্বাচন হয় এ জন্য আমরা কথা বলছি, এটার মধ্যে আবার অনেকে ভুল ধরছেন।
একজন ব্যবসায়ী তার ব্যবসার নিরাপত্তা চাইবে,নারীরা তাদের অধিকার সমুন্নত থাকুক সেটাই চাইবে, আর রাজনীতিবিদরা কি চাইবে? সে জনগণের জন্য যেন কাজ করার সুযোগ পায় এবং একটি পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচন যেন হয়, রাজনীতিবিদরা নির্বাচন চাইবে এটা অন্যায় হতে পারে না।
মেলান্দহ উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে সম্মেলনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম,সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন,জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে মেলান্দহ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি পদে মোস্তাফিজুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক পদে মঞ্জুরুল কবির মঞ্জু নির্বাচিত হয়েছেন।