![রংপুরে তুলার কারখানায় অগ্নিকান্ড](https://bartomankhobor.com/wp-content/uploads/2025/02/Picture.jpg)
বর্তমান খবর,রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর বুড়িরহাট বাজারে অগ্নিকান্ডে তুলার কারখানাসহ পাশের চারটি ঔষধের দোকান পুড়ে গেছে। গত শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কারখানার মালিক বলেন,অগ্নিকান্ডের ঘটনায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ী হবিবার রহমান হবি বলেন তুলার কারখানার পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ক্রেনের মাধ্যমে নিচ থেকে নির্মাণ সামগ্রী তোলার সময় পাশে থাকা বিদ্যুতের তারের সং¯পর্শে আগুন ধরে যায়। সেই আগুন তুলার কারখানাসহ আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুড়িরহাট বাজারের হোমিও চিকিৎসক আবদুল হাকিম বলেন,ক্রেনটি বিদ্যুতের তারের সঙ্গে লাগলে তাৎক্ষণিক সেখানে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে পাশের তুলার কারখানায় বিকট শব্দ হয়ে ধোঁয়া উঠতে থাকে। পরে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসর পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার মালিকের ছেলে মাসুদ বলেন,কারখানাটিতে সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার মালমাল ছিল। সবকিছু পুড়ে গেছে। এসে দেখি, ফায়ার সার্ভিসের কর্মীগণ আগুন নেভানোর চেষ্টা করছে।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুনের ধরন দেখে রংপুর সদর ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, কারখানায় কীভাবে অগিন্কান্ডের সূত্রপাত হয়েছে, তা এখন বলা সম্ভব নয়। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তে জানা যাবে।