![মান্দায় শ্বশুরবাড়ি গিয়ে প্রতিপক্ষের হাতে মারধরের শিকার জামাই সহ আহত – ৫](https://bartomankhobor.com/wp-content/uploads/2025/02/IMG_20250208_143546.jpg)
বর্তমান খবর,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে শ্বশুরবাড়ি গিয়ে প্রতিপক্ষের হাতে মারধরের শিকার হয়েছেন। সোহেল রানা (২৪),তিনি জেলার নিয়ামতপুর উপজেলার সাবেক ছাত্র দলের সভাপতি ও বর্তমান ছাত্রনেতা ও সিনিয়র সহ সভাপতি রাজশাহী কলেজ ছাত্রদল ও বিএন পির একনিষ্ঠ কর্মী।
গতকাল ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী চকগোপাল মধ্যপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সোহেল রানা,মোসা,বানেছা বেগম,হাবিবা জান্নাতকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা গেছে,৭ বছর আগে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী চকগোপাল মধ্যপাড়ার আলেপ উদ্দিন প্রানামানিকের মিয়ে হাবিবা জান্নাতের বিয়ে হয়, নিয়ামতপুর উপজেলার গাবতলি গ্রামের সোহেল রানা সঙ্গে।
বিয়ের পর থেকে আলেপ উদ্দিন প্রাং একটি মিয়ে হওয়া প্রতিবেশী,জসিম উদ্দিন,জহুরুল ইসলাম (কশি),দুলাল(দুলু),সাজেদুল সজল,ও মুকুল তার জামায়ের সাথে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল শনিবার বেলা ১১টার সময় কথা-কাটাকাটির এক পযার্য়ে প্রতিপক্ষের মারপিটে জামাই সোহেল রানা সহ মোট ৫ জন আহত হয়।
মারধরে তার জামায়ের মাথা ফেটে যায় এছাড়াও প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ও দোকানের মালামাল,লুটপাট করে নিয়ে গেছে বলে জানা আহতরা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করে আহতদের।
এ ব্যাপারে অভিযুক্ত প্রতিপক্ষের জসিম উদ্দিন ও জহুরুল ইসলাম (কশি),লোকজন এ অভিযোগ অস্বীকার করেছেন এবং তার লোকজন বলেন এখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি,সব মিথ্যা বলে জানা তারা।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মনছুর রহমান বলেন,মৌখিক ভাবে শুনতে পেয়েছি,তবে এখোন পযন্ত কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।