বর্তমান খবর,রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জে জসিম উদ্দিন (১৪) নামে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর মালভাঙ্গা গ্রামের আব্দুস সালামের পুত্র জসিম উদ্দিনকে গত ৫ ফেব্রæয়ারি দিবাগত রাতে যে কোন এক সময় শ্বাসরোধ করে হত্যা করে হরিপুর তিস্তা সেতুর সংযোগ সড়কের ময়নার মোড় থেকে প্রায় ২০০ গজ উত্তরে রাস্তার পূর্ব পাশে তার মরদেহ ফেলে রাখে যায়।
৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুমকে জানান। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,জসিম উদ্দিনকে নারী সংঘটিত কারণে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শামরু মিয়া ও তার স্ত্রীকে আটক করেছে।