রংপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

বর্তমান খবর,রংপুর ব্যুরো: রংপুরে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত মৌলভীবাজার এলাকায় রংপুর-গঙ্গাচড়া পাকা রাস্তাসংলগ্ন একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান বলেন, গত বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদের নেতৃত্বে উপজেলার আরাজী নিয়ামত মৌলভীবাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো ট্রাভেল ব্যাগে দুটি পিস্তল,একটি ম্যাগাজিন,একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান বলেন,উদ্ধার অস্ত্রগুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।