![গোপালগঞ্জে ঘন কুয়াশায় চার গাড়ির সংঘর্ষে ঝরলো প্রাণ ১ আহত ২০](https://bartomankhobor.com/wp-content/uploads/2025/02/IMG_20250206_100540.jpg)
বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি : গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে চারটি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে,ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ওই দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
এ ছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।এসব ঘটনায় ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন ও আহত হন অন্তত ২০ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চারটি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পরে রাস্তার এক পাশ দিয়ে বর্তমানে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। রাস্তা থেকে বিধ্বস্ত চারটি গাড়ি সরিয়ে নিতে অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।