শহীদ জিয়ার মাজারে বিএনপি’র শ্রদ্ধা

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

বর্তমান খবর,নিজস্ব প্রতিনিধি :: শহীদ রাষ্ট্রপতি জিয়া উ ররহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর শের-ই-বাংলা নগরে দলের প্রতিষ্ঠতার সমাধিতে বিএনপি’র নবগঠিত মুন্সিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক,জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেলহক,মুন্সিগঞ্জ জেলা কমিটির আহবায়ক সাবেক সাংসদ মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সহ নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।