ইসলামপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি:”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রশাসনের আয়োজনে ইসলামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন স্কুলের১০ টি ষ্টলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শনী প্রদর্শিত হয়।

সোমবার মেলাটি সমাপনী শেষে হলরুমে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোরদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।

মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এম. আবু তাহের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তুফা,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও রীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।