কয়রায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাথে মাও. আবুল কালামের মতবিনিময়

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

বর্তমান খবর,কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনা কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সদস্যদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী কয়রা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জি এম মনায়েম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ইসলাম প্রচারের জন্য সব সময় যুবকেরা সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করছে। আগামীতে কয়রা উপজেলা যেন ইসলামের জন্য উর্বর ভূমি হিসেবে দেখতে পায় সারা বাংলাদেশ। তার প্রমাণের জন্য কয়রার যুবসমাজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন আমির মো: মিজানুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন যুব বিভাগের কয়রা সদর ইউনিয়ন, উত্তর বেদকাশি ইউনিয়ন ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের যুব বিভাগের দায়িত্বশীল ও সদস্যরা।