পঞ্চগড়ে রাতে যেন বরফের মতো ঠান্ডা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

বর্তমান খবর,রংপুর ব্যুরো: হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে রাত যেন বরফের মতো ঠান্ডা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা উঠানামা করছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অনুভূত হচ্ছে তীব্র শীত। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীতে কাঁপড়ে মানুষ। গত ৫ দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ডের মধ্য দিয়ে উত্তরের হিমাঞ্চল জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ১৬ ডিসেম্বর সোমবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ ডিসেম্বর থেকেই ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় উত্তরের এ জেলা পঞ্চগড়ে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল থেকেই ঝলমলে রোদ নিয়ে জেগে উঠেছে ভোরের সূর্য। গ্রামগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে মানুষ। তবে বেলা বাড়তে থাকলে কেটে যায় কিছুটা কনকনে শীতের প্রভাব।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ ডিসেম্বর থেকে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে কুয়াশা নেই, ভোরেই দেখা মিলছে সূর্য।