বর্তমান খবর,রংপুর ব্যুরো: সারা দেশের ন্যায় রংপুরে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের কেন্দ্রীয় শহীদ মিানরে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি।
রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক,রেঞ্জ ডিআইজি,পুলিশ কমিশনার,পুলিশ সুপার,জাতীয় পাটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মুক্তিযোদ্ধাগণ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিন¤্র শ্রদ্ধা জানান।
এছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষের সংগঠন ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ. বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিন¤্র শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমে।