নওগাঁর পাকুড়িয়া বধ্যভূমিতে বিজয় দিবসের আলোচনা ও জেলা যুবদলের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

বর্তমান খবর,নওগাঁ প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর বিকালে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি’র উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক পাকুড়িয়ার বধ্যভূমিতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা ড্যাব – এর সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি ছিলেন ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোজাম্মেল হক,সাবেক যুগ্ম সম্পাদক মোজাহারুল ইসলাম নান্নু, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক, যুগ্ম আহŸায়ক শামিম হোসাইন, যুবদলের নেতা আল মামুন, কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান,যুগ্ম আহŸায়ক সোহরাব হোসেন,স্বেচ্ছাসেবক দলের ভারশোঁ ইউনিয়নের সদস্য সচিব নাসির উদ্দিন, শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, যুবনেতা ইমাজ উদ্দিন,ছাত্রদল নেতা রনি ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ২৮ আগস্ট পাকুড়িয়া ইউনাইটেড হাই স্কুল মাঠে একসাথে পাকুড়িয়া গ্রামের ১২৮ জন মানুষকে ব্রাশফায়ার করে হত্যা করেছিল পাক বাহিনী। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পূর্ব মূহুর্তে সেইসব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের রক্তের শপথ নিয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানানো হয়।

এছাড়াও নওগাঁয় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা যুবদলের বিজয় শোভাযাত্রা,সারাদেশের ন্যায় নওগাঁয় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ জেলা যুবদলের বিজয় শোভাযাত্রা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ জেলা যুবদলের নেতাকর্মীরা।

আজ সোমবার বেলা ১১ টার সময় জেলা যুবদলের নেতাকর্মীরা একটি বিজয় র‌্যালি বেরকরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে বেলা ১১:৩০ মিনিটের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি দলীয় কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা যুবদলের আহŸায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে যুবদলের বিজয় শোভাযাত্রা টিতে উপস্থিত ছিলেন, যুবদলের সদস্য সচিব রুহুল আমিন (মুক্তার), সিনিয়র যুগ্ন আহŸায়ক একেএম রওশানুল ইসলাম,যুগ্ন আহŸায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ (নিপু) ও রুবেল হোসেন প্রমুখ।