কাশিয়ানীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পালিত

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি : কাশিয়ানী উপজেলায় আজ (সোমবার) সকাল ৮.৩০ মিনিটের সময় মহান বিজয় দিবস  দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত,ভাটিয়াপাড়া ও বদ্ধভূমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত একাত্তরের মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পুষ্প স্তবক অর্পণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সাথে উপস্থিত ছিলেন, কাশিয়ানী সহকারি (কমিশনার) ভূমি মুনমুন পাল, কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবজাল মোল্লা, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাশিয়ানী উপজেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক, কাশিয়ানী উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক খায়েরহাট (এক) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ হোসেন (মিটু),কাশিয়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মহাসিন খলিফা (মুন্নু),উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এজাজুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী, সহ কর্মচারী কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ চঞ্চল শেখ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।

পরবর্তীতে সকাল ১০.০০ সময় উপজেলা হল রুমে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।