পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

বর্তমান খবর,রংপুর ব্যুরো: হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারদ নামলো ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। পৌষ মাস আসার আগে শীতে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। পঞ্চগড়ে বৃষ্টির মতো গুড়ি গুড়ি শিশির ঝড়ছে। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। এর আগে একই দিন ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহ¯পতিবার সকাল ৯টায় যা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস এই তথ্য জানান।

শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, তাপমাত্রা নেমে ৮ দশমিক ৪ ডিগ্রিতে চলে এসেছে। শুক্রবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ।