বর্তমান খবর,রাজশাহী প্রতিনিধি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৪তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ বোর্ড কক্ষে পরিচালনা সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান জনাব ড.এম আসাদুজ্জামান এর সভাপতিত্বে পরিচালনা বোর্ড সভায় উপস্থিত ছিলেন জনাব মো: সাজ্জাদুল হাসান যুগ্মসচিব সাধারণ অধিশাখা, মন্ত্রিপরিষদ বিভাগ, জনাব এস,এম হাবিবুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক দিনাজপুর, জনাব মো: আবুল খায়ের পুলিশ পরিদর্শক. রাজশাহী, জনাব শেখ মো: জিন্নাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর, জনাব মো: জাফুরুল্লাহ ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও, জনাব মো: সাইফুল ইসলাম হিরক রাজশাহী, মিসেস বদরুল লাইলি রাজশাহী, জনাব মো: আব্দুর রশীদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিএমডিএ, ও জনাব মো: শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ৮৪তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।