৫ আগষ্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি পেয়েছে -মাওলানা মামুনুল হক.
বর্তমান খবর,গোপালগঞ্জ প্রতিনিধি: ৫আগষ্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে শুকরিয়া আদায় করে মাওলানা মামুনুল হক বলেছেন, যে জাতির সন্তানেরা জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে, যে জাতির মায়েরা আবু সাঈদের মতো সন্তানদের গর্ভে ধারন করতে পারে। লক্ষ আবু সাঈদ বাংলার ঘরে ঘরে আছে।
তিনি আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলার মাঠে ওলামা পরিষদ আয়োজিত সমাবেশে এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওঃ মুফতি মাহমুদুল হাসান।
মাওলানা মামুনুল হক বলেন, এরপর বিপ্লব হবে আল্লার জমিনে,আল্লার কোরআনের শাসন কায়েম করবার বিপ্লব।এরপর বিপ্লব হবে ইসলামী খেলাফত কায়েমের বিপ্লব। সেই বিপ্লবের জন্য ২ কোটি যুবক শহীদি ঈদগাহে শাহাদাতের জন্য জমায়েত হবে।
তিনি আওয়ামী লীগ নেতা কর্মিদেরকে অনুরোধ করে বলেন, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। শুধু একটা অনুরোধ করে যাই,আপনাদের অনেক ভুল আছে। আপনারা যে হোচট খেয়েছেন তাতে আপনাদের ভুল আশা করি ভাংবে। সেই ভুল আপনারা সংশোধন করবার চেষ্টা করবেন।