স্বাধীন বাংলাদেশে ৫৩ বছরে অসংখ্য নির্বাচন হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি – জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কারী লুৎফর রহমান

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি ।। জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী লুৎফর রহমান বলেছেন,স্বাধীন বাংলাদেশে ৫৩বছরে অসংখ্য নির্বাচন হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।

বিগত সময়ে যারা ক্ষমতাসীন দল ছিলেন তারা এদেশের মানুষের স্বার্থে দায়িত্ব পালন করেনি। সে দায়িত্ব আপনাদের হাতে এসেছে, সে দায়িত্ব এমন ভাবে পালন করতে হবে যেন আগামীর বাংলাদেশে পঞ্চাশ বছর আপনাদের হাতে সুরক্ষিত থাকে।

শুক্রবার সন্ধ্যায় জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের পরিবার ও জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,এই সরকার চারমাস অতিবাহিত করার পরেও আমরা দেখছি নানা সমস্যায় জর্জরিত আমার দেশ। এখনো কৃষক শ্রমিক জনতা যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের যে উর্দ্ধগতি সেই গতিতে তারা বেশামাল অবস্থাই দিন কাটায়। ৫ই আগষ্টের পর যে স্বাধীনতা সেই স্বাধীনতার সুফল কি শ্রমিক-জনতা ভোগ করছে? প্রশ্ন করেন তিনি।

শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে হিফজুর রহমান বকুল, মশিউর আমিন শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।