দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

বর্তমান খবর,দিঘলিয়া(খুলনা)খুলনা প্রতিনিধি ।। দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক,মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ আজ ৫ ডিসেম্বর বেলা ৩ টায় দিঘলিয়া যৌথ বাহিনীর লেঃ কমান্ডার তাইফ আবরার,(এক্স),বিএন (পিনং ৩২৭১) নেতৃত্বে ০৯ সদস্যের টহল দল গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রমজান হাওলাদার পিতাঃ আশরাফ হাওলাদার গ্রাম+পোস্টঃ চন্দ্রনীমহল থানাঃ দিঘলিয়া জেলাঃ খুলনা কে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামরুল পিতাঃ লুৎফর শেখ গ্রাম+পোস্টঃ চন্দ্রনীমহল থানাঃ দিঘলিয়া জেলাঃ খুলনা এর ঘর তল্লাশি করে মাদক সেবনের উপকরণ,দেশীয় অস্ত্র ও আনুমানিক ৫০০ গ্রাম পরিমাণ গাঁজা পাওয়া যায়।

উল্লেখিত মাদক ব্যবসায়ীর স্ত্রী ও শান্তা বেগম গ্রাম+ পোস্টঃ চন্দ্রনীমহল থানাঃ দিঘলিয়া জেলাঃ খুলনা উক্ত ব্যবসা পরিচালনা করার জন্য তাকে আটক করা হয়। উল্লেখ্য,জব্দকৃত মালামাল ও আসামিকে বিকাল ৪:৪৫ ঘটিকায় দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।