লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষকরে গড়ে তুলতে শিক্ষক ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কলেজ উদ্বোধন
বর্তমান খবর,লালপুর(নাটোর)প্রতিনিধ ।। নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলতে বিশেষ শিক্ষকদের জন্য ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কলেজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহরকয়ায় কলেজের আনুষ্ঠানিক কার্যক্রমের নাম ফলক ও উদ্বোধনী ফলক উন্মোচন করেন বাংলাদেশ নৌবাহিনী সাবেক প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা।
কলেজের সভাপতি ড. ইফতেখার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর ট্রাস্টি সেলিনা মুস্তফা,পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ,বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ট্রাস্ট-এর ডিরেক্টর সোনিয়া হাসান,কলেজের অধ্যক্ষ সিমানুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা জানান,নৈতিক ও আধুনিকতার সমন্বয়ে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ গত ২০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। রাজশাহী ও খুলনা বিভাগের একমাত্র বিএসএড কলেজটি প্রতিষ্ঠার ফলে উত্তর ও দক্ষিনঞ্চলের বিশেষ শিক্ষকদের উপকার হবে বলে প্রত্যাশা করেন তারা।