রংপুরে আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

বর্তমান খবর,রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আইড়মারী ও ভীমের গড় এবং ময়দানের চরের আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ উঠেছে।

জানা যায়,বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে আবাসন প্রকল্পের আওতায় ১ শত ২০টি ঘর নির্মাণ হয়। তার মধ্যে আইড়মারী বারোঘরিয়ায় ১৩টি, ভীমের গড় ও ময়দানের চর নামক জায়গায় ১ শত ৭টি ঘর নির্মাণ হয়।

একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,আইড়মারী আবাসন প্রকল্পের নির্মাণ করা ঘরগুলোর একটি ঘর পেয়েছেন নুর জাহান। তার নামে বরাদ্দ করা ঘরে বসবাস না করে টাকার বিনিময়ে তিনি জাহানারা নামে এক নারীর নিকট উক্ত ঘর বিক্রি করেছেন। একই ভাবে রিপনের নামে বরাদ্দ করা ঘর রিপন টাকার বিনিময়ে ঘর বিক্রি কবেছেন এনামুল এর কাছে।

এছাড়াও মঞ্জু তার নামে বরাদ্দ করা ঘর বিক্রি করেছেন জবেদার কাছে, আতাউর তার নামে পাওয়া ঘর তাসলিমার নিকট বিক্রি করছেন। ভীমের গড় আবাসন প্রকল্পের দুইটি ঘর জোনাব আলী নামে এক ব্যক্তি তিৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের কাছে বিক্রি করছেন। মোহাতাজ এর নামে বরাদ্দ করা ঘরে তিনি নিজেই বিক্রি করছেন আঞ্জুয়ারার কাছে।

ময়দানের চরের আবাসন প্রকল্পে আসাদুল এর নামে বরাদ্দ দেওয়া ঘর তিনি নিজেই বিক্রি করছেন হাসিনা নিকট। জেলেকা তার নামে বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করছেন শিরিনা কাছে। জিকরুল তার নিজের নামে বরাদ্দের ঘর বিক্রি করছেন আরজোনা নামে এক নারীর কাছে এবং শহিদুল তার নামে বরাদ্দ পাওয়া ঘরটি মরিয়ম এর নিকট বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সামছুল ইসলাম বলেন, আবাসন প্রকল্পের ঘর বিক্রির বিষয়ে আমি কিছু জানি না। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, আবাসন প্রকল্পের ঘরগুলোর বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।