বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি ।। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার নেতৃত্বে কাশিয়ানী উপজেলা সদরে গণসংযোগ ও তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
আজ বুধবার সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা সদরে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরণের সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, মোঃ সেলিম শেখ, গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি,কাশিয়ানী উপজেলা বিএনপি,সহসভাপতি সফিকুল ইসলাম সফি, সহসাধারণ সম্পাদকএনামুল, সহ-সভাপতি রাহেলা বেগম, সাংগঠনিক সম্পাদক জায়েদুর,মোঃ ইয়াকুব আলী মিয়া,কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল,ও সাংগঠনিক সম্পাদক, মামুন মুন্সি, মহেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদাৎ চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ কাশিয়ানী উপজেলা বিএনপি অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
এই সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় আনে তাহলে তিনি ৩১ দফা দাবি বাস্তবয়ন করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেলিমুজ্জামান সেলিমকে আপনার ভোট দানের মধ্য দিয়ে কাশিয়ানী ও মুকসুদপুর বাসীর সেবা করার সুযোগ দিয়ে দেশ ও দশের সেবার করার সুযোগ দিন এবং ক্ষুধাও দারিদ্র্য মুক্ত গোপালগঞ্জ গড়ার অংশিদার হোন।