ভারতে বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

বর্তমান খবর,রংপুর ব্যুরো ।। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের সকল ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ২ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে প্রেসক্লাবের সামনে রংপুর জেলা ও মহানগর কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন তারা। এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি রংপুরের সদস্য সচিব আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহŸায়ক ইমরান হোসেন, মহানগরের আহŸায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, জেলা সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল, মহানগর সদস্য সচিব রহমত জেলা মুখপাত্র ইয়াসির আরাফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে শহীদ আবু সাঈদ চত্ত¡র থেকে বিক্ষোভ মিছিল বের করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি পার্কের মোড় হয়ে মডার্ণ মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক শামসুর রহমান সুমন, রাকিব মুরাদ, রহমত আলি, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।

এসময় বক্তারা বলেন,ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতকে দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে। আমরা মুসলমানরা স¤প্রীতিতে বিশ্বাস করি। যতটুকু বেড়েছেন, সেখানেই থেমে যান। তা না হলে কঠোর পরিণতি হবে।

বক্তারা আরও বলেন,হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারতকে আগ্রাসী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখন আর তাদের বুবু নেই। তারা বুবুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা ছাত্র-জনতা মেনে নিবে না। এসময় বক্তারা ভারতীয় মিডিয়া ও পণ্য বর্জনের দেশবাসীর প্রতি আহŸান জানান।